জীবনের নাম শাহনাজ পারভীন - ক্যান্সার নয়
কে বলে বেদনায় কাতর প্রাণ কখনো হাসেনি
অশ্রুবিন্দু দিয়ে মুক্তর মালা সে গাথেনি
কে বলে
যে প্রানের সুগন্ধ ছড়িয়েছে অন্যের প্রাণে
কন্টক বন ঢেকেছে তার উজ্জল আগমনে
লজ্জায় মেনেছে হার ব্যাধি যন্ত্রনা
সাক্ষাত মৃত্যু ভুলেছে তার কুমন্ত্রনা
কিন্তু ভোলেনি তার প্রিয়জন
অতি প্রিয় সন্তান
এক স্বজন-না-হারানোর দেশের অন্তরে II