বিবর্ণ পরকিয়া
একেককে এক
মুখোশ খুলে দ্যাখ
কাজের মাসি ফর্ফারানি
পচানালার পাড় বাসিনি
বাবুর বাড়ির মক্ষিরানী
জাতে উঠতে চাস ?
দুই এককে দুই
এখন তোকেই নিয়ে শুই
বউ গিয়েছে বাপের বাড়ি
বাপ দিয়েছে পগার পাড়ি
জড়িয়ে সাদা চিকন শাড়ি
ছেনাল রে তুই
মাথায় উঠতে চাস ?
শেখর রায়