একটি পোস্টার
ও আকাশ আগুন জ্বালোনা
ও বাতাস যাওনা বয়ে নিয়ে
জলন্ত ফুলকি
সেই দাবানলে
যাক পুড়ে দাঙ্গাবাজ
ভোটবাজ বেড়াল তপস্বী
আর কাস্তেটা সান দিয়ে লাভ নেই বন্ধু
ওদের থামাতে গেলে বুকের ভিতরে
জমা করো এ কে ৫৬ রাইফেল
শব্দের গুলি ছুড়ে নি:শব্দ করে দাও
নিকেশ করো সভ্যতার শত্রুদের
মরেছি তো চোর জোচ্চরের দুরাচারে
তবু কতবার মরতে পারি
একেবারে মরবার আগে?
শেখর রায়
ও আকাশ আগুন জ্বালোনা
ও বাতাস যাওনা বয়ে নিয়ে
জলন্ত ফুলকি
সেই দাবানলে
যাক পুড়ে দাঙ্গাবাজ
ভোটবাজ বেড়াল তপস্বী
আর কাস্তেটা সান দিয়ে লাভ নেই বন্ধু
ওদের থামাতে গেলে বুকের ভিতরে
জমা করো এ কে ৫৬ রাইফেল
শব্দের গুলি ছুড়ে নি:শব্দ করে দাও
নিকেশ করো সভ্যতার শত্রুদের
মরেছি তো চোর জোচ্চরের দুরাচারে
তবু কতবার মরতে পারি
একেবারে মরবার আগে?
শেখর রায়