ধর্ষিত বঙ্গে
তাপসী মালিক এবার লাঞ্চিত মধ্যম্গ্রামে
বাংলার ঘরে ঘরে তাপসী মালিক
কখনো কামদুনি কখনো সে কড়েয়ার ঘরে
অপমানিত সে পার্ক স্ট্রিট মোড়ে
আর কত তাপসীর রক্ত হলে
হে সুশ্যামল জহ্লাদ
তুমি বিরোধীশুন্য হবে ?
তোমাদের পিশাচ লিপ্সা মেটাতে
আমার বোনেরা ছুড়ে দেবে দেহ
প্রতি রাতে গোপনে গোপনে
যাতে খোলা সরণীর বুকে হেয় কোরে
কেউ না যেন লিখে দেয়
রানীমাকেও হেয় করে
ধর্ষনকারী !
......
শেখর রায়
২ জানুয়ারী ২০১৪