এক বধ্য ভূমির নাম সিরিয়া
এক আকাশ কুয়াশার নিচে জমে থাকা
এক নদী অশ্রু ভাসিয়েও
হৃদয়ে কাটেনি কোনো দাগ
ভিক্ষার অন্ন জোটেনি অভুক্ত উদরে
দেয়নি ওরা কোনো লজ্জার আভরণ
চোয়াল শক্ত
করে মুষ্ঠি বদ্ধ হাত
মোকাবিলা করে সুতীব্র শীত
বিরোধিতার ভাষা রুদ্ধ কোরে
ভেসে ওঠে কারাগার
মানুষের নামে
শত সহস্র কঙ্কাল
বিভত্স কান্ভাসে।
শেখর রায়
২২ জানুয়ারী ২০১৪