Wednesday, January 22, 2014


এক বধ্য ভূমির নাম সিরিয়া 

এক আকাশ কুয়াশার নিচে জমে থাকা 
এক নদী অশ্রু ভাসিয়েও
হৃদয়ে কাটেনি কোনো দাগ 
ভিক্ষার অন্ন জোটেনি অভুক্ত উদরে 
দেয়নি ওরা কোনো লজ্জার আভরণ 
       
চোয়াল শক্ত করে মুষ্ঠি বদ্ধ হাত 
মোকাবিলা করে সুতীব্র শীত 

বিরোধিতার ভাষা রুদ্ধ কোরে 
ভেসে ওঠে কারাগার 
মানুষের নামে শত সহস্র কঙ্কাল 
বিভত্স কান্ভাসে।  

শেখর রায় 
২২ জানুয়ারী ২০১৪


No comments: