প্রেম
ও আকাশ তুমি চিনতে পেরেছ
কত ভাঙা পথ উঠেনেমে চলতে চলতে
উদ্ধত তর্জনী দেখিয়ে সূর্য কে শাসন করে সে বলত
তোমার উত্থান লগনে দেখো হে আমি তোমার থেকেও উচ্চ
বাঘ পাহাড়ের পিঠে চড়ে শাসন করি তোমার পৃথিবী
ও মাটি তুমি বুঝতে পেরেছ
কত মসৃন প্রেমের অনন্ত আকর্ষনে নতজানু সে
তোমার গৃহ প্রাঙ্গনে করজোরে অপেক্ষমান
অহমিকা চূর্ণ কোরে তার বশ্যতা স্বীকার
সে ছিল এক পরাজিত নায়ক।
শেখর রায়
মার্চ ৩, ২০১৪
ও আকাশ তুমি চিনতে পেরেছ
কত ভাঙা পথ উঠেনেমে চলতে চলতে
উদ্ধত তর্জনী দেখিয়ে সূর্য কে শাসন করে সে বলত
তোমার উত্থান লগনে দেখো হে আমি তোমার থেকেও উচ্চ
বাঘ পাহাড়ের পিঠে চড়ে শাসন করি তোমার পৃথিবী
ও মাটি তুমি বুঝতে পেরেছ
কত মসৃন প্রেমের অনন্ত আকর্ষনে নতজানু সে
তোমার গৃহ প্রাঙ্গনে করজোরে অপেক্ষমান
অহমিকা চূর্ণ কোরে তার বশ্যতা স্বীকার
সে ছিল এক পরাজিত নায়ক।
শেখর রায়
মার্চ ৩, ২০১৪
No comments:
Post a Comment