Tuesday, April 22, 2014

Communal India !

I would like to share my concern over developments in todays Indian politics. At this end of my service carrier I am watching with pains that my country called India or Bharat is walking back towards middle age. In Parliament election after 65 years of our socalled independence, a self styled shahi imam of jama masjid in Delhi has given Fatwa to Indian Muslim citizens to vote for Congress party in states other than West Bengal where Trinamul party be voted enmass. In this election mired by hatred and venom, viswa Hindu parishad is no lagging behind. Its spokesman Togharia and his colleague Giriraj countered and called upon Hindus for 100% vote to Bhartiya Janata Party (BJP). The enemies of BJP are to be treated as enemies of Bharat. The fanatics went on spraying venom, "those anti national Muslims should leave Pakistan if they do not vote for BJP." Communal vote politics is countered by ugly communal design. Can this be an answer to the misdeeds committed over the years by crony capitalism backed by multinational and transnational companies to loot India and rob its soverignity with a view to degrading its economy and people? No. The psudeo boxing is being waged between two sets of stooges ruining the nation decades after decades to fool the citizens of all sects and to exploit and misuse government machineries to protect corrupt, blackmarketears, robbers and rapists. They are out to devide the country on communal lines and disunite the nation to rule at its discretion. The much talked about secularism (psudeo or true), democracy, socialism etc is likely to rest in pages of dialogue book. Yet there are people in our country those are able to unmask these culprits and waging a long drawn battle against these enemies of the people. Lets wait for the judgement day. 

STROKE


লেখাটি অবশ্যই পড়বেন
 আপনিও কারো জীবন বাঁচাতে পারবেন।
STROKE (
স্ট্রোক): মনে রাখুন শব্দটির প্রথম ৩টি অক্ষরঃ S, T এবং R.
আমরা সবাই- যদি এই ছোট্ট সাধারণ সণাক্তকরণ উপায়টা শিখে ফেলিতবে হয়তো আমরা স্ট্রোকের ভয়ংকর অভিজ্ঞতা থেকে আমাদের প্রিয়জনদের রক্ষা করতে পারবো
একটি সত্যি গল্পঃ
একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠা হোঁচট খেয়ে পড়ে গেলেন।
উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন এম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন না
সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন। অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেনমূল যে ঘটনা ঘটেছিল, তা হলো, তিনি অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক করেছিলেন।সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক সনাক্ত করা সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা আজও বেঁচে থাকতেন। সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়
অনেকের ঠাঁই হয় বিছানায়, সাহায্যহীন, ভরসাহীন মূমুর্ষূ অবস্থায়।মাত্র তিনটা মিনিট সময় নিয়ে এটা পড়ে ফেলুন। একজন মস্তিষ্কবিশেষজ্ঞ বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেয়া যায়, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভবশুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায়, এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে
নেয়া যায়। স্ট্রোককে চিনুন...
সহজ তিনটি ধাপঃ- S T R...পড়ুন এবং জানুন!
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে
আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর মস্তিষ্কে যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনেসহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়, সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ
S – Smile রোগীকে হাসতে বলুন।T – Talk রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।
এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, ৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যানএবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন।
(
রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)
সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে, বা অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ

ৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান।একজন খ্যাতনামা হৃদবিশেষজ্ঞ বলেছেন, যদি আমরা সবাই- এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো
সুতরাং, আপনি শিখলেন, আপনার বন্ধু প্রিয়জনদেরও শেখান !!!!!