শীতল সভ্যতা
হে মৃত্তিকা তোমার উষ্ণতা
আমাকে শীতল করে
তোমার শীতলতা
মৃত্যুর চে য়েও হিম
ভঙ্গকর
সন্ধিকামি এক যোদ্ধার
নির্মম হত্যা শাল পিয়ালের জঙ্গলে
এক শীতের রাতে রক্তে ভেজা মাটি শীতল
হত্যাকারী পুরস্কৃত
উল্লাস ক্ষমতার অলিন্দে
কী ভয়ঙ্কর
শ্রেনী শত্রুর বক্ষ ভেদী বিপ্লবী বুলেট
রক্তাক্ত করে না মাটি
সে মৃত্যুকে স্পর্শ করে না
তাই সে মানবিক
হে সভ্যতা তুমি গোপন থেকো
লজ্জা বাঁচিয়ে রেখো
নিরন্ন জঠরে
---------শেখর রায়
২৭ জানুয়ারী ২০১৩, সকাল সাড়ে দশটা .
No comments:
Post a Comment