Wednesday, January 22, 2014


এক বধ্য ভূমির নাম সিরিয়া 

এক আকাশ কুয়াশার নিচে জমে থাকা 
এক নদী অশ্রু ভাসিয়েও
হৃদয়ে কাটেনি কোনো দাগ 
ভিক্ষার অন্ন জোটেনি অভুক্ত উদরে 
দেয়নি ওরা কোনো লজ্জার আভরণ 
       
চোয়াল শক্ত করে মুষ্ঠি বদ্ধ হাত 
মোকাবিলা করে সুতীব্র শীত 

বিরোধিতার ভাষা রুদ্ধ কোরে 
ভেসে ওঠে কারাগার 
মানুষের নামে শত সহস্র কঙ্কাল 
বিভত্স কান্ভাসে।  

শেখর রায় 
২২ জানুয়ারী ২০১৪


Thursday, January 16, 2014

বিবর্ণ পরকিয়া 

একেককে এক 
মুখোশ খুলে দ্যাখ  
কাজের মাসি ফর্ফারানি 
পচানালার পাড় বাসিনি 
বাবুর বাড়ির মক্ষিরানী 
জাতে উঠতে চাস ?

দুই এককে দুই 
এখন তোকেই নিয়ে শুই 
বউ গিয়েছে বাপের বাড়ি 
বাপ দিয়েছে পগার পাড়ি 
জড়িয়ে সাদা চিকন শাড়ি 
ছেনাল রে তুই 
মাথায় উঠতে চাস ?

                                                শেখর রায় 

Friday, January 3, 2014

ধর্ষিত বঙ্গে

তাপসী মালিক এবার লাঞ্চিত মধ্যম্গ্রামে
বাংলার ঘরে ঘরে তাপসী মালিক
কখনো কামদুনি কখনো সে কড়েয়ার ঘরে
অপমানিত সে পার্ক স্ট্রিট মোড়ে

আর কত তাপসীর রক্ত হলে
হে সুশ্যামল জহ্লাদ
তুমি বিরোধীশুন্য হবে ?

তোমাদের পিশাচ লিপ্সা মেটাতে
আমার বোনেরা ছুড়ে দেবে দেহ
প্রতি রাতে গোপনে গোপনে
যাতে খোলা সরণীর বুকে হেয় কোরে
কেউ না যেন লিখে দেয়
রানীমাকেও হেয় করে
ধর্ষনকারী !
......
                                                            শেখর রায় 
                                                            ২ জানুয়ারী ২০১৪