Thursday, August 7, 2014

ইসলামের সৌন্দর্য্য

কিন্তু সাধারণ মুসলিম জনগণ এই উপদেশ বা রসুলের আদেশ অবজ্ঞা করেন 

রসূল (সা) বলেছেনঃ যদি কোন ব্যক্তি মুসলিম রাষ্ট্রের মধ্যে বসবাসকারী মুসলিম নাগরিক বা মুসলিম দেশে অবস্থানকারী অমুসলিম দেশের কোনো অমুসলিম নাগরিককে হত্যা করে তবে সে জান্নাতের সুগন্ধও লাভ করতে পারবে না, যদিও জান্নাতের সুগন্ধ ৪০ বৎসরের দুরত্ব থেকে লাভ করা যায়সহীহ আল-বুখারী, হাদীস /২৫৩৩

বিধর্মীকে হত্যা করা তো দূরের কথা, বিধর্মীদের সাথে অভদ্র আচরণ করতেও নিষেধ করা হয়েছে, তাদের ধর্মবিশ্বাস বা উপাস্যদেরকে গালি দিতেও নিষেধ করা হয়েছে, মুসলিম তার নিজের বিশ্বাসের শ্রেষ্টত্ব বর্ণনা করবেন, তবে কারো অনুভূতিকে আহত করবে নামহান আল্লাহ্ বলেন, "তাঁরা আল্লাহকে ছেড়ে যাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না; কারণ এতে তারাও সীমা লংঘন করে অজ্ঞতাবশত: আল্লাহকে গালি দিবে” [আল- আনআম, আয়াত ১০৮]
Bottom of Form


No comments: