Thursday, August 29, 2013

The verse

গোর্খাল্যান্ড 

চিলেকোঠা দিলে হবে 
চাইনা আস্ত বাড়ী  
আধ টুকরো দিও রুটি 
আর কি চাইতে পারি ?

পেট ভরে ভাই খড় দিবি, দিবি কত কী 
ঘানি টানলেও এত কাল, ঘন্টা দিলি, ছি !
আকাশ ভাঙ্গা বজ্রপাত 
ভাঙ্গে দেহের অস্থি 
রাজার সিপাই গোবধ করে  
বাঘকে মারার মস্তি 

ভোলাই ভালো দাদা দিদির শত প্রেমের বাণী  
সব শেয়ালের এক রা এবং অখন্ড উস্কানি 

গোর্খা লেঠেল বলবে শুধু রাতে হুশিয়ার
চোলাই মদের বিষক্রিয়ায় ছিড়বে নাড়ি তার 
মনের সুখে নীদ্রা যাবেন বাবু সমাদ্দার  
এই উহাদের কাজ 
বেশি কিছু চাইলে  
বাপি বাড়ি চোলে যাস  II 



No comments: