বিরুদ্ধাচারী
মিথ্যের বেসাতি ঢেকেছে তার চটকে
আমাকে শাসন করে রানীমার চাটুকার
রাতের বিষাক্ত ছোবল প্রেয়সীর নাভিতে
নীলাভ দেহটি তার নিথর
কোন দোষে ?
এমন লোহিত দৃষ্টি আমার দেখনি কোনদিন
অথবা গায়ে ডোরা কাটা দাগ?
তবু আমি প্রেমিক
মনে রেখো
আমাকে ধরবে বলে পেতেছ ফাঁদ
তবু যাবো গলে
মিশে যাব মাটি হয়ে সমুদ্রে
কাঁটা হয়ে মিলে যাব জঙ্গলে
সাবধান !
এবার দেখি এসো
কোন প্রলোভন টোপ দিয়ে তুমি
মুছে দাও জঙ্গল
শুষে নাও সমুদ্র ?
এর চেয়ে বেচেমরে থেকো তুমি
শৃগালের ঘেরাটোপে
জেনো নজর রেখেছি আমি উর্ধাকাশ থেকে
শকুনের কুদৃষ্টি দিয়ে
শুধু তোমাকে তোমাকে ।
শেখর রায়
৫ সেপ্টেম্বর ২০১৩
No comments:
Post a Comment