Monday, September 16, 2013

A Poem

শিলপী সৌমিত্র চট্টোপাধ্যায় কে মনে রেখে -------

ক্ষমো হে রানী 
ক্ষমো এই অধমে 
বাম নই ডান নই 
মধ্যজিবি সামান্য 
শিলপী এক কীটস্য কীট 
নাটকে প্রমোদ বিলাই 
মিশে যাই মানুষের ভীড়ে 

দীন হীন আমি 
গৃহকোণে আশ্রয় 
আমার কাব্যের অচেনা সুর হারিয়ে গিয়েছে 
বাতিল ছেড়া দিস্তা খাতায়  

ক্ষমতাময়ী তুমি 
তোমার ক্যানভাসে মমতায় নজরবন্দী
করেছ কাননে কুসুম কলি 
আর আমার তুলিতে অসুন্দরের আনাগোনা 
জীর্ণ দীর্ণ মানবীর প্রতিচ্ছবি 

অযোগ্য অপাত্র আমি 
পুরস্কার নয় তোমার অসম্মান 
আমার ললাট লিখন II 







  

No comments: