বিদ্যুৎলেখা
( শ্রীমতি বিদ্যুৎলেখা ঘোষকে মনে রেখে)
তৃষ্ণা আমার শুষ্ক করেছে কণ্ঠ
তৃষ্ণা আমার শুষ্ক করেছে কণ্ঠ
ওষ্ঠে ফোটেনি নতুন স্পর্শরেখা
দহনে যখন জাগিয়েছ নব আশা
মেঘ বৃষ্টির আকাশে লিখবে
তুমি বিদ্যুৎলেখা ।
দহনে যখন জাগিয়েছ নব আশা
মেঘ বৃষ্টির আকাশে লিখবে
তুমি বিদ্যুৎলেখা ।
No comments:
Post a Comment