কুহেলিকা মিত্র ২
আমার সম্মুখে সুদীর্ঘ নদী
তবু আমি তৃষ্ণার্ত
কুহেলিকা মিত্র।
কোন এক অমর্ত্য সঙ্গিতে জেগেছিল সুর
নদীর কলস্বনে,
অনাবিল ছন্দিত মন্ত্রে
অনুচ্ছারিত সেই মিথ
ভেসেছিল জলজ উচ্ছাসে
তবু কেন অরন্যবহ্নি সমস্ত বুক জুড়ে আর
অব্যক্ত কোন এক
নিদারুন শঙ্কা
হে মিত্র কুহেলিকা।।
শেখর রায়
No comments:
Post a Comment