Sunday, January 27, 2013

My Poetry


শীতল সভ্যতা 

হে মৃত্তিকা তোমার উষ্ণতা
আমাকে শীতল করে
তোমার শীতলতা
মৃত্যুর চে য়েও  হিম
ভঙ্গকর

সন্ধিকামি এক যোদ্ধার
নির্মম হত্যা শাল পিয়ালের জঙ্গলে
এক শীতের রাতে রক্তে ভেজা মাটি শীতল
হত্যাকারী পুরস্কৃত
উল্লাস ক্ষমতার অলিন্দে
কী ভয়ঙ্কর

শ্রেনী শত্রুর বক্ষ ভেদী বিপ্লবী বুলেট
রক্তাক্ত করে না মাটি
সে মৃত্যুকে স্পর্শ করে না
তাই সে মানবিক

হে সভ্যতা তুমি গোপন থেকো
লজ্জা বাঁচিয়ে রেখো
নিরন্ন জঠরে

 ---------শেখর রায়
  ২৭ জানুয়ারী ২০১৩, সকাল সাড়ে দশটা .